বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 15, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সাবধান! কাশ্মীর, পশ্চিমবঙ্গ হতে পারে উত্তর প্রদেশ: যোগী

সাবধান! কাশ্মীর, পশ্চিমবঙ্গ হতে পারে উত্তর প্রদেশ: যোগী 

বিজ্ঞাপন

টুইটারে শেয়ার করা উত্তর প্রদেশ বিজেপির ভিডিও বার্তায় যোগী আদিত্যনাথ বলেন, বিজেপিকে ভোট দিলে ভয়হীন নির্বিঘ্ন জীবনের নিশ্চয়তা পাওয়া যায়।

যোগী আদিত্যনাথ বলেন, ‘আমার মনের কিছু কথা আমি বলতে চাই। এই পাঁচ বছরে অনেক চমৎকার ঘটনা ঘটেছে। সাবধান! যদি আপনি ভোট না দেন, তাহলে পাঁচ বছরের পরিশ্রম জলে যাবে। কাশ্মীর, কেরালা ও পশ্চিমবঙ্গ হতে উত্তর প্রদেশের খুব বেশি সময় লাগবে না।’

যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আপনাদের ভোট আমার পাঁচ বছরের প্রচেষ্টার আশীর্বাদ। ভোট দিয়ে আপনি নির্ভয়ে স্বাধীন জীবন কাটানোর নিশ্চয়তাও পাবেন।’

বিজেপির এই নেতা বলেন, ‘এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপি সরকার সব কাজ ত্যাগ ও সমঝোতার সঙ্গে করেছে। আপনারা সবকিছু বিস্তারিত দেখেছেন ও শুনেছেন।’

এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পাবেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী।

বিতর্কিত কৃষি আইন করার জেরে উত্তর প্রদেশে বিজেপি তার আগের অবস্থান হারিয়েছে। প্রায় এক বছর ধরে কৃষকদের বিক্ষোভের মুখে গত বছরের শেষ দিকে ভারতের কেন্দ্রীয় সরকার এই আইন বাতিল করতে বাধ্য হয়।উত্তর প্রদেশ সাধারণত নামের আদ্যক্ষর ‘ইউপি’ দিয়ে পরিচিত। এটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য।

রাজ্যের জনসংখ্যা প্রায় ২৪০ মিলিয়ন।ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা। লোকসভায় সর্বাধিকসংখ্যক এমপি আসেন উত্তর প্রদেশ থেকে, এই সংখ্যা ৮০। এ কারণে প্রায়ই বলা হয়, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, তারাই দেশ শাসন করে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone