নতুন বোমা ফাঁটালেন সানি লিওন!
বিনোদন ডেস্ক : নতুন আরেক বোমা ফাঁটালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। মা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবরে জানা যায়, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লিওন। তিনি জানান, সন্তান হওয়ার পরও নারীরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকছে। আর তাই ব্যস্ততার মধ্যে হলেও তিনি মা হতে চান।
সানি বলেন, আমি বিবাহিত আর তাই আমি মা-ও হতে চাই। তবে কবে, তা আমি জানি না।
তাঁর মতে, এখনকার যুগে সব নারীই সন্তান হওয়ার পরও নিজেদের কাজে মন দেন। এটি অবশ্য যার যার ব্যাপার।
সানি বলেন, আমি বর্তমানে আমার জীবনের সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমার যদি একটি সন্তান হয়, তাহলে তা হবে সত্যিই অসাধারণ। এটি কবে হবে তা আমি জানি না।
বেশিরভাগ অভিনেত্রীরা বিয়ের আগেই অভিনয় জগতে পা রাখেন। তার ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। এ বিষয়ে তিনি বলেন, আমি একজন অভিনেত্রী। আমি বিবাহিত বা আমার সন্তান আছে কি না, এটি এখানে মূল বিষয় নয়।
তবে আমার স্বামী এবং আমার পরিবার আমাকে সবসময়ই অনেক বেশি সহযোগিতা করে থাকে। এ দিক থেকে নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করেন সানি।