বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 15, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » শুটিং সেট থেকে তাঁরা কে কি নিয়ে গেছেন

শুটিং সেট থেকে তাঁরা কে কি নিয়ে গেছেন 

বিজ্ঞাপন

কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি

কিয়ারার এক জোড়া বুট
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির জীবনে এ রকমই একটি ঘটনা ঘটেছিল। ‘ফাগলি’ ছবির মাধ্যমে এই নায়িকা বলিউডে পা রেখেছিলেন। কিয়ারা এই ছবির সেট থেকে এক জোড়া বুট নিয়ে গিয়েছিলেন। আর এই বুটজোড়া আর ফেরত দেননি এই বলিউড নায়িকা। কিয়ারা বুটজোড়া প্রথম ছবির স্মৃতি হিসেবে সযত্নে আজও আগলে রেখেছেন।

সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

সোনাক্ষীর পোশাক
বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা একবার নয়, একাধিকবার এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তিনি তাঁর সব ছবির সেট থেকে কিছু না কিছু জিনিস উঠিয়ে নিয়ে যান। সোনাক্ষী ছবির সেট থেকে পোশাক আনতে বেশি পছন্দ করেন।

ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে
ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে

ভূমির গোলাপি গাউন
ভূমি পেডনেকর তাঁর প্রথম ছবি ‘দম লাগা কে হইসা’–তে একদম অন্য ধরনের এক চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বলিউড নায়ক আয়ুষ্মান খুরানা। ‘দম লাগা কে হইসা’

ছবিতে ভূমি এক গোলাপি রঙের গাউন পরেছিলেন। এই গাউনটির প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। আর ভূমি গাউনটির প্রেমে এতটাই পড়েছিলেন যে সেটাকে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন।

 তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়া

তামান্নার লকেট
প্রভাসের ‘বাহুবলী’ ছবিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে দেখা গেছে। এই ছবির সেটের একটা জিনিসের সঙ্গে তামান্নার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই জিনিসটা হলো, একটা লকেট। তামান্না ‘বাহুবলী’ ছবিতে একটা লকেট পরেছিলেন। এই সুন্দর লকেটটাই পরে তিনি তাঁর বাসাতে নিয়ে এসেছিলেন। তামান্না বলেন, তিনি তাঁর অভিনীত প্রতিটা ছবির চরিত্রের প্রেমে পড়ে যান।

নুসরাত ভারুচা
নুসরাত ভারুচা

নুসরাতের লাল বালিশ
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা এ রকমই একটি ঘটনা তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে ঘটিয়েছিলেন। এই বলিউড অভিনেত্রী ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির সেট থেকে লাল রঙের একটা বালিশ নিয়ে গিয়েছিলেন। এই বালিশটা হার্ট শেপের ছিল। লাল রঙা বালিশটি সব সময় নুসরাতের সঙ্গে থাকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone