ওআইসি মহাসচিব ঢাকায়
এইদেশ এইসময়, ঢাকা : ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি ঢাকায় এসেছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তাকে স্বাগত জানান। তার সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রয়েছে।
পররাষ্ট্র দফতরের সূত্র জানায়, চারদিনের সফরে শনিবার তার ঢাকায় আসার কথা ছিল। বিশেষ কারণে সফর এক দিন পেছানো হয়।
ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।