বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, November 16, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘আমাকে মেরে ফেলবে, বাঁচান’ জানিয়ে ৯৯৯-এ কল বন কর্মচারীর

‘আমাকে মেরে ফেলবে, বাঁচান’ জানিয়ে ৯৯৯-এ কল বন কর্মচারীর 

বিজ্ঞাপন

স্বপন দাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে। কিন্তু কী কারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বা তাঁকে কেন মেরে ফেলা হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি।

এ বিষয়ে জানতে বিট কার্যালয়ের বিট কর্মকর্তা মনজুর মোর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, স্বপন দাসের মানসিক সমস্যা আছে। সে জন্য তিনি এ ধরনের আচরণ করছেন। তাঁকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়েছে, এমনকি তাঁকে ঘাটে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু স্বপন দাস তাঁদের সঙ্গে বিট অফিস ছেড়ে যেতে চাননি।

এ বিষয়ে স্বপন দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁকে বিট কার্যালয় থেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হতে পারে। সে জন্য তিনি যাচ্ছেন না। তাঁকে পুলিশ নিরাপত্তা দিয়ে নিয়ে গেলে তিনি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে যেতে রাজি আছেন। তাঁর দাবি, এর আগে উড়িরচর বিটে মুকাদ্দেস নামের এক কর্মচারীকে এভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আর ফেরেননি। তাঁকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য। তাঁর ক্ষেত্রেও এমন হতে পারে মনে করেন তিনি আতঙ্কিত।

৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া এএসআই শেখ আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে যেটুকু জেনেছেন বিট কর্মকর্তা মনজুর মুরশেদ নৌকাচালক স্বপন দাসকে মানসিক নির্যাতন চালিয়েছেন দুই মাস ধরে। তাঁকে অন্য কর্মীদের থেকে আলাদা ও একঘরে করে রেখেছেন। বিষয়টি বন বিভাগের অভ্যন্তরীণ বিষয় হলেও সরকারি কর্মচারীর জীবনের নিরাপত্তার ব্যাপার পুলিশকে দেখতে হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone