পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক হচ্ছে
জেলা প্রশাসন জানিয়েছে, ২৭ কিলোমিটার সড়কের জন্য জেলা প্রশাসন গত বছরের সেপ্টেম্বর থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু করে। সংশ্লিষ্ট সড়কের জমির মালিকদের নোটিশ দিয়ে অধিগ্রহণের বিষয়টি জানানো হয়েছে। ভূমি অধিগ্রহণের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৮ কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিশোধ করার জন্য জেলা প্রশাসনকে ১১০ কোটি টাকা দিয়েছে সড়ক বিভাগ। একটি গুচ্ছ প্রকল্পে দুই লেনের ৩৪ ফুট প্রশস্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করেছে সওজ। আরেকটি গুচ্ছ প্রকল্পে সড়কের দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে।
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান প্রথম আলোকে বলেন, তিনটি প্যাকেজে (গুচ্ছ প্রকল্পে) পদ্মা সেতু-শরীয়তপুর সংযোগ সড়কটি নির্মাণ করা হবে। বর্তমানে সড়কটি হবে দুই লেনের। জমি অধিগ্রহণ করা হচ্ছে চার লেনের জন্য। পরবর্তী সময়ে আরও দুই লেন বাড়ানো হবে। ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে জমি বুঝিয়ে দেওয়া হলে দ্রুততম সময়ে সড়ক নির্মাণের কাজ শেষ করা যাবে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, জুনে পদ্মা সেতু চালু করা হবে। তার আগেই যাতে শরীয়তপুর জেলা শহরের সঙ্গে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণের কাজ দৃশ্যমান হয়, সে লক্ষ্যে ভূমি অধিগ্রহণের কাজ চলছে।