বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, November 16, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » জানুয়ারিতে রেকর্ড আমাজন বন উজাড়

জানুয়ারিতে রেকর্ড আমাজন বন উজাড় 

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে মোট ৪৩০ বর্গকিলোমিটার (১৬৬ বর্গমাইল) বন উজাড় হয়েছে জানিয়ে বলা হচ্ছে, এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটানের চেয়ে সাত গুণ বড়।

আমাজনের ব্রাজিল অংশে বন উজাড় ত্বরান্বিত করতে অনুমতি দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোকে দুষছেন পরিবেশবাদীরা। বিবিসি বলছে, ‘জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের বড় এক সংকট হিসেবে দেখা দিয়েছে। যদি আমরা এই সংকট মোকাবিলা করতে চাই, তাহলে আমাজনকে রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।’

কাঠের জন্য ছাড়াও বিশ্বের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী কোম্পানির কাছে সরবরাহের জন্য বন উজাড় করে সেসব জায়গায় চাষাবাদের জমি তৈরি করা হচ্ছে।

গত বছর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে কপ ২৬ জলবায়ু সম্মেলনে শতাধিক সরকার ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করে গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়েছিল।

পরিবেশবাদীরা বলছেন, ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনপের উপগ্রহচিত্র বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন রক্ষায় ব্রাজিল সরকারের প্রতিশ্রুতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ব্রাজিলের ক্রিশ্চিয়ানে মাজেত্তির ইনপের তথ্য-উপাত্ত তুলে ধরে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ রক্ষার কথা বললেও ব্রাজিল সরকারের কার্যক্রম এর সঙ্গে কতটা সাংঘর্ষিক, সবশেষ প্রকাশ হওয়া উপগ্রহচিত্র থেকেই বিষয়টি উঠে এসেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone