বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, November 17, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিয়ানমারে ৮০০ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা জান্তার

মিয়ানমারে ৮০০ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা জান্তার 

বিজ্ঞাপন

জান্তা মুখপাত্র জ মিন তুন এএফপিকে বলেন, এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দীদের বেশি মুক্তি দেওয়া হবে। তবে ক্ষমা ঘোষণার আওতায় কারাবন্দী অস্ট্রেলীয় শিক্ষাবিদ শন টারনেল থাকবেন কি না, তা জানা যায়নি।

অর্থনীতির অধ্যাপক শন মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির উপদেষ্টা হিসেবে কাজ করতেন। গত বছর দেশটিতে সেনা অভ্যুত্থানের কয়েক দিন পরই তিনি গ্রেপ্তার হন। মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে শন টারনেলের।

গত বছর ইউনিয়ন ডে উপলক্ষে প্রায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দিয়েছিল জান্তা। তখন কিছু মানবাধিকার সংগঠন আশঙ্কা জানিয়েছিল, সেনাবিরোধিতা কমাতে ও সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর তুমুল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। স্থানীয় একটি পর্যবেক্ষণকারী সংগঠনের বরাতে এএফপি জানিয়েছে, গত এক বছরে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone