শেষ যাত্রাতেও ডিস্কো কিংয়ের সঙ্গী কালো চশমা
মুম্বইয়ের পবনহংস ক্রিমেটোরিয়ামে শেষকৃত্য সম্পন্ন হল বাপ্পী লাহিড়ীর। তাঁর প্রয়াণের মধ্যে দিয়ে এক যুগের যেন অবসান ঘটল।
আজ তাঁকে শেষ বারের মতো দেখার জন্য জড়ো হয়েছেন ভক্তরা। মেয়ে রেমা লাহিড়ি কান্নায় ভেঙে পড়েছেন নিজের বাবাকে বিদায় জানাতে গিয়ে৷ ছেলে বাপ্পা লাহিড়ি বাবাকে কাঁধ দিয়েছেন।
শেষ যাত্রায় তাঁর গায়ে সোনা ওঠেনি, কিন্তু কালো চশমায় চোখ ঢাকা হয়েছে তাঁর। জীবনের শেষ বেলা পর্যন্ত যে কালো চশমা তাঁর সঙ্গী ছিল, সৎকারের আগেও সেটি তাঁর সঙ্গেই।
শেষ যাত্রায় দেখা যাচ্ছে, বাপ্পা-সহ আরও কয়েক জন প্রয়াত সুরকারকে তাঁর বাড়ি থেকে শববাহী গাড়িতে তুলছেন। দেহ সাজানো হয়েছে ফুলের মালায়। চোখে পরানো হয়েছে কালো চশমা। শববাহী গাড়িকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। গাড়ির মাথায় রয়েছে বাপ্পীর হাসিমুখের এক ছবি।
Posted in: বিনোদন