বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, September 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » কোমানের গোলে রক্ষা জার্মান চ্যাম্পিয়নদের

কোমানের গোলে রক্ষা জার্মান চ্যাম্পিয়নদের 

050200Sports-02_kalerkantho_pic

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রেড বুল অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ১-১ গোলে রুখে দিয়েছে সার্লজবার্গ। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধে এগিয়ে নেন চুকিবুকি এডামো। শেষ মুহুর্তে বায়ার্নকে সমতায় ফেরান কিংসলে কোমান। বুন্দেসলিগায় শেষ ম্যাচে বুচোমের কাছে ৪-২ গোলে হেরেছিলো বায়ার্ন মিউনিখ

প্রথমার্ধে বায়ার্ন মিউনিখ দাপট দেখালেও সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাভারিয়ানরা। কিন্তু আক্রমণের পসরা বসিয়েও পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে আরো বিধ্বংসী বায়ার্ন। শেষ মুহূর্তের গোলে রক্ষা পায় তারা। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলের পাশাপাশি ২২টি শট নেয় বায়ার্ন, যার ৯টিই ছিল লক্ষ্যে।

২১ মিনিটে সার্লজবার্গকে এগিয়ে নেন ১২ মিনিটেই বদলি হিসেবে নামা চুকিবুকি এডামো। এরেনসনের বাড়ানো পাসে এজ অফ দ্যা বক্স থেকে লক্ষ্যভেদ করেনে এই অস্ট্রিয়ান ফুটবলার। ২৪ মিনিটে দারুন সেইভে সার্লজবার্গের লিড বাড়াতে দেননি বায়ার্ন গোলরক্ষক উলরেইচ। ডান দিক থেকে এডামোর নিচু পাস গোলের উদ্দেশ্যে শট নেন এরেনসন কিন্তু দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন উলরেইচ। ৩০ মিনিটে লিরয় সানের গতির শট সাইড বারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারছিলনা লেভানডস্কি, থমাস মুলাররা। তবে শেষ পর্যন্ত ত্রাতা হয়ে আসেন কিংসলে কোমান। ৯০ মিনিটে গোল করে বায়ার্নের হার এড়ান কোমান। ডান দিক থেকে প্যাভার্ডের বাড়ানো লম্বা বল বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে দেন কোমানের দিকে, দৌড়ে এসে দূরের পোস্টে লক্ষ্যভেদ করে বায়ার্ন ডাগআউটে স্বস্তি এনে দেন কোমান।

আগামী ৯ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। যারা জিতবে তারাই পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone