চাচা হারালেন তামিম ইকবাল
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোটভাই আকবর খান আর নেই। তিনি জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের চাচাও।
বুধবার রাত ৩টায় মাত্র ৪৫ বছর বয়সে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
চাচার সঙ্গে ক্রিকেট স্মৃতি নিয়ে তামিম তার স্ট্যাটাসে লেখেন, আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।
চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন এই ক্রিকেটার।
জানা গেছে, আকবর খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বাদ আছর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।