সেনা সরানোর রুশ দাবি মিথ্যা : যুক্তরাষ্ট্র
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে বলে রাশিয়া যে দাবি করেছে তা মিথ্যা। তিনি আরো বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে সাত হাজার নতুন রুশ সেনা এসেছে।
মার্কিন কর্মকর্তা আরো বলেন, রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণ করার অজুহাত তৈরির জন্য ‘সাজানো হামলা’ চালাতে পারে।
মস্কো মঙ্গলবার বলেছিল, সামরিক মহড়া শেষ হওয়ার পর তারা ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে।
বিজ্ঞাপন
বুধবারও ক্রিমিয়ায় মহড়া শেষ করা কিছু সেনা ইউনিট গ্যারিসনে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়।
কিন্তু পশ্চিমা কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি।
জার্মানির চ্যান্সেলরের দপ্তরের সূত্র অনুসারে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোল্জ ফোনালাপে এ মর্মে সম্মত হয়েছেন যে ‘রাশিয়াকে অবশ্যই সামরিক তৎপরতা হ্রাসের পথে বাস্তব পদক্ষেপ’ নিতে হবে।
রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করার পরেও বারবার দেশটি আক্রমণ করার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। হামলা নিয়ে পশ্চিমা উদ্বেগকে তারা উন্মাদনা বলে আখ্যা দিয়েছে।