বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » উত্তর প্রদেশে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

উত্তর প্রদেশে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু 

  • 104312lid800x483
  • ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠান চলা অবস্থায় কুয়ায় পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে, নিহতরা সবাই নারী ও শিশু। ধাতব স্ল্যাবের ওপর বসে থাকা অবস্থায় সেটি ভেঙে তাঁরা কুয়ায় পড়েছিলেন।

    মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কুশিনগরে।

    বিজ্ঞাপন

    নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। এ ঘটনায় আরো অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। সবাইকে কুয়া থেকে তুলেছেন গ্রামের বাসিন্দারাই।এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হৃদয়বিদারক ঘটনা।

    মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ঐতিহ্যগত গায়েহলুদের সন্ধ্যা ছিল ওই বাড়িতে। আমন্ত্রিত অতিথিরা বর-কনের মুখে হলুদের পেস্ট দেওয়ার আয়োজন করছিলেন।

    কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামের ওই বাড়ির উঠোনে পুরনো কুয়া কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। সেখানে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে দেখছিলেন গায়েহলুদের অনুষ্ঠান। এমন সময় ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাবটি।

    মোট ২৮ জন নারী ও শিশু কুয়ার ভেতরে পড়ে যান। মুহূর্তেই সেখানে হৈচৈ পড়ে যায়। সবাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। গ্রামবাসীরা শিশু ও নারী মিলিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৩ জন ততক্ষণে মারা গেছেন।

    জেলাপ্রশাসক এস রাজালিঙ্গম বলেছেন, কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান চলা অবস্থায় দুর্ঘটনাটি ঘটেছে। নারীরা বাচ্চাদের নিয়ে কুয়ার ঢাকনার ওপর বসে ও দাঁড়িয়ে ছিলেন। পুরনো স্ল্যাবটি এত ওজন নিতে না পেরে ভেঙে গেছে। স্ল্যাবটি ভেঙে সবাই কুয়ায় পড়ে যান।

    নিহতদের পরিবারকে এককালীন চার লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone