প্রধান শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা : প্রধানমন্ত্রী
প্রধান প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে। সেই সঙ্গে পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেতন-ভাতা ও পদমর্যাদা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। রোববার রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা আমরা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছি। বাংলাদেশকে আমরা যেন এগিয়ে নিতে পারি, শিক্ষকরা সেই চেষ্টা করবেন-এটাই আমাদের প্রত্যাশা।’
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৬ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ও শ্রেণি উন্নীত করার ব্যাপারে সম্মতি দেয়। প্রস্তাবটি পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পায়।