মাধুরীর জীবন নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সিরিজটি হচ্ছে না!
২০১৭ সালে বেশ ঘটা করে মাধুরী দীক্ষিতের জীবন অবলম্বনে টিভি সিরিজ প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে পাঁচ বছর পর এসে জানা গেল, সিরিজটি হচ্ছে না। এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন মাধুরী নিজেই। ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরীর অভিষেক সিরিজ ‘দ্য ফেম গেম’।
ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত।
এই সিরিজির পরিচালক শ্রী রাওই মাধুরীর জীবন নিয়ে সিরিজটির চিত্রনাট্য লিখছিলেন। মাধুরী বলেন, ‘প্রজেক্টটি নিয়ে আলোচনা চলছিল। শ্রী রাও, যিনি ওই প্রজেক্টের চিত্রনাট্য লিখছিলেন, তাঁর সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু কখনো আইডিয়া ভালো মনে হচ্ছিল, কখনো হচ্ছিল না। শেষ পর্যন্ত প্রজেক্ট পরিকল্পনামতো হয়নি। ’
প্রজেক্টটি বাতিল হওয়া নিয়ে অবশ্য প্রিয়াঙ্কার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রজেক্টটি ঘোষণার সময় বেশ উত্তেজিত ছিলেন ‘সাত খুন মাফ’ অভিনেত্রী। বলেছিলেন, ‘অবিশ্বাস্য মাধুরী দীক্ষিতের জীবনের সত্য ঘটনা থেকে প্রেরণা নিয়ে অসাধারণ চিত্রনাট্য লিখছেন শ্রী রাও। দুজনের সঙ্গে কাজ করতে আমাদের তর সইছে না। ’
ওয়েবে মাধুরীর অভিষেক সিরিজ ‘দ্য ফেম গেম’ মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ওটিটিতে শুরুটা নিয়ে অবশ্য ভীষণ রোমাঞ্চিত অভিনেত্রী, ‘নিজেকে তারকাটারকা নয়, স্রেফ সিনেমার ছাত্রী মনে করি। ৩৫ বছর কাজ করার পর নতুন একটি মাধ্যমে যাত্রা শুরু হয়েছে, এটাই আমাকে অনেক উত্তেজিত করে। ’