পিএসএলের ফাইনালে আজ রিজওয়ান-আফ্রিদি মুখোমুখি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম সংস্করণের ফাইনাল আজ। ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক লাহোর কালান্দার্স খেলবে মুলতান সুলতান্সের বিপক্ষে। একদিকে মোহাম্মদ রিজওয়ানের মুলতান, আরেক দিনে শাহিন শাহ আফ্রিদির লাহোর। জমজমাট লড়াইয়ের আশা করাই যায়!
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বিজ্ঞাপন
পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স। অন্যদিকে, কখনো শিরোপা জিততে পারেনি লাহোর কালান্দার্স। তবে ফাইনালে ওঠা এবারই নতুন নয় লাহোরের, ২০২০ সালের আসরে রানারআপ হয়েছিল তারা। শাহিন আফ্রিদির নেতৃত্বে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কালান্দার্সরা।
আফগানিস্তান দলের সঙ্গে বর্তমানে বাংলাদেশে থাকা রশিদ খান এবারের পিএসএলে খেলেছেন লাহোরের হয়ে। শনিবার গুঞ্জন উঠেছিল, লাহোরের হয়ে মাঠে নামতে পাকিস্তানে যাবেন রশিদ। তবে রশিদ সাফ জানিয়ে দিয়েছেন, দেশের খেলা আগে, পরে লিগ। এই তারকা স্পিনার শুভ কামনা জানিয়েছেন লাহোরের জন্য।
শনিবার এক টুইট বার্তায় রশিদ খান লেখেন, ‘লাহোর কালান্দার্সের সঙ্গে থাকতে পারলে, ছেলেদের সঙ্গে পিএসএল ফাইনাল খেলতে পারলে খুব ভালো লাগত। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার কারণে এবার আর সেটা হয়ে উঠছে না। আমি আমার অধিনায়ক শাহিন আফ্রিদি ও দলের জন্য শুভ কামনা জানাচ্ছি। ’