দাউ দাউ করে জ্বলছে কিয়েভের পাশেই তেলের ডিপো
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই তেলের ডিপোতে আগুনের লেলিহান শিখা উঠছে। আগুনের কারণে বিষাক্ত ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে।
ওই এলাকার বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ করে ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, কিয়েভের ট্রয়েশচিনা শহরতলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
বিজ্ঞাপন
কিয়েভের আবাসিক ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাকে নির্বোধ এবং নির্দয় ধর্মঘট বলে অভিহিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা।
তেলের ডিপোতে আগুন দাউ দাউ করে জ্বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটি যাচাইয়ের পর সত্যতা পেয়ে প্রকাশ করেছে বিবিসি।
ভিডিওতে দেখা যায়, তেলের ডিপোতে আগুনের লেলিহান শিখা উঠছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে সেখানকার আকাশ। আবাসিক ভবনের পাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে ভিডিওতেই। সেখানে একটি গাড়ি পুড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।