রাজনীতিতে জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি: হাছান মাহমুদ
রোকন উদ্দিন, ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এদেশের রাজনীতিতে জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি নেত্রী তার দলীয় নেতা-কর্মীদের বসিয়ে জামায়াতের নেতাদের সুযোগ দিয়ে এটাই প্রমাণ করলেন বিএনপি ধীরে ধীরে জামায়াতে বিলীন হয়ে যাচ্ছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তৃতার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আওয়ামী লীগ যদি উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতো, বল প্রয়োগ করতো তাহলে বিএনপি-জামায়াত জোট ২০ ভাগ উপজেলায় নির্বাচিত হতো না।
বিএনপি কর্তৃক বিদেশি মুক্তিযোদ্ধা বন্ধুদের সম্মাননা প্রদান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, বিএনপি নতুন করে মুক্তিযোদ্ধাদের সাথে প্রহসন শুরু করেছে।