বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, September 20, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইউক্রেনে রুশ হামলা, বিরল বৈঠকে জাতিসংঘ

ইউক্রেনে রুশ হামলা, বিরল বৈঠকে জাতিসংঘ 

131347securityJPG800x483

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। এরই মধ্যে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ বিরল এক বৈঠকে বসেছে।  ১৯৫৬ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের এটা মাত্র ১১তম জরুরি বিশেষ অধিবেশন। এ অধিবেশনের জেরে সপ্তাহের শেষের দিকে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে। গত শুক্রবার একই ধরনের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল। তবে তাতে ভেটো দিয়েছিল রাশিয়া।

জাতিসংঘের সাধারণ পরিষদে অবশ্য ভেটো দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই। যুক্তরাষ্ট্রসহ মিত্ররা ধারণা করছেন, প্রস্তাব তোলার পর তা পাস হতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া যাবে।

যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাব মানতে আইনিভাবে কেউ বাধ্য নয়। তার পরেও সেই বিষয়ের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

সোমবার কর্মকর্তারা বলেছেন, খসড়া ওই প্রস্তাবকে অন্তত ৮০ সদস্য সমর্থন করবেন। সাধারণ পরিষদে ভোটাভুটির আগে শতাধিক দেশ বক্তব্য রাখবে।

জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত বলেছেন, কেউ অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারবে না। এখানে ভোট দেওয়া থেকে বিরত থাকারও সুযোগ থাকবে না।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone