বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইউক্রেনে রুশ হামলা: যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি

ইউক্রেনে রুশ হামলা: যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি 

133251ukraiJPG800x483

ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। ইতোমধ্যেই অভিযোগ উঠেছে, ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর জানিয়েছেন, ইউক্রেনে চলতে থাকা রুশ হামলাকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা হবে।

তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে ধারণা তৈরি হওয়ার যৌক্তিকতা রয়েছে।

বিজ্ঞাপন

আইসিসি প্রসিকিউটর করিম এ এ খান বলেছেন, ইউক্রেনের যেকোনো স্থানে যেকোনো পক্ষের সংগঠিত যুদ্ধাপরাধ খতিয়ে দেখা হবে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানো শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইসিসি এ ঘোষণা দিল। ২০০২ সালে নেদারল্যন্ডসের হেগ-এ প্রতিষ্ঠিত হয় আইসিসি। এটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত এবং বিচার করে থাকে।

এদিকে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ বিরল এক বৈঠকে বসেছে। এ অধিবেশনের জেরে সপ্তাহের শেষের দিকে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone