বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, September 20, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আজ ‘পুলিশ মেমোরিয়াল ডে’

আজ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ 

142013memoria_police

আজ (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে। দেশের জননিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নাগরিকদের প্রাণ-সম্পদ রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সারাদেশে দিনটি পালন হচ্ছে।

এ দিবস উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হবে। এছাড়াও এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক দেওয়া হবে।

এতে সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১ মার্চ পালন করা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone