না খেললেও মাদ্রিদে ফিরছেন রামোস!
ইনজুরির কারণে চলতি মৌসুমে তেমন মাঠেই নামা হয়নি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। পেশির চোটে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন এই অভিজ্ঞ সেন্টার ব্যাক। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেননি রামোস। দ্বিতীয় লেগেও খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিএসজি কোচ মরিসিয়ো পচেত্তিনো।
তবে রামোস না খেললেও দলের সঙ্গে মাদ্রিদে যাবেন।
আগামী মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচের আগে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের সঙ্গে লড়বে মেসি-নেইমাররা। এই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে পচেত্তিনো কথা বলেছেন রামোসকে নিয়ে,’সে এখন দলের অংশ নয়। তবে এটা স্পষ্ট যে রামোসের মতো একজন খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অভিজ্ঞতা যোগ করতে পারে। সে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ছিল এবং ১৭ বছর ধরে সেখানে খেলেছে। , তাই তিনি সতীর্থদের ভাল পরামর্শ দিতে পারেন। ‘
‘সে (রামোস) খেলতে পারে বা না পারে, সেখানে (মাদ্রিদে) থাকাটা তার জন্য ভালো হবে। অন্যান্য যেসব খেলোয়াড়রা ইনজুরি বা নিষেধাজ্ঞায় আছেন তাদের ক্ষেত্রেও একই অবস্থা হবে। সবাই একসাথে থাকার এবং যে কোনো উপায়ে অবদান রাখার জন্য এটি একটি মুহূর্ত হবে৷ সবাই মিলে একটি ইতিবাচক ফলাফল করতে চাই। ‘
প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল পিএসজি। অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় দ্বিতীয় লেগে ড্র করলেই চলবে পিএসজির। অন্যদিকে নূন্যতম ২-০ গোলের জয় দরকার রিয়াল মাদ্রিদের।