অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের শেষকৃত্য
শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে এই মহাতারকার জীবনাসান হলো। ওয়ার্নের এমন চিরবিদায়ে শোকস্তব্ধ সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মরিসন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ওয়ার্ন। খেলার প্রতি তাঁর ভালবাসা তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে। দেশের হয়ে তিনি যে কীর্তি করেছেন তার জন্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। ওয়ার্নের পরিবারের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। ’
কিংবদন্তি ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে তাঁর নামে রাখা হবে। এ কথা জানিয়েছেন ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।
১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ার্নের টেস্ট অভিষেক হয়েছিল। অভিষেকে ১৫০ রানে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। পরের বছর ওয়েলিংটনে হয় ওয়ানডে অভিষেক। ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এর ৩২৫টি আবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের পাশাপাশি ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।