রাশিয়া গুচ্ছবোমা ব্যবহার করছে ইউক্রেনে : ন্যাটো প্রধান
ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ অভিযোগ করেছেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া গুচ্ছবোমা ব্যবহার করছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি।
জেনস স্টলটেনবার্গ বলেছেন, (ইউক্রেনে) গুচ্ছবোমা ব্যবহার করতে দেখা গেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো নানা ধরনের অস্ত্র ব্যবহারের তথ্যও আমাদের নজরে পড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরো জানিয়েছেন, ইউক্রেনের আকাশকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হবে না। কিয়েভে ন্যাটোর কোনো সৈন্য পাঠানো হবে না বলেও জানিয়েছেন।
অবশ্য তিনি আশ্বাস দিয়েছেন, ইউক্রেনকে অন্যান্যভাবে সহায়তা দেওয়া হবে। ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা বন্ধে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা না করতে চাওয়ায় ন্যাটোর তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ন্যাটো নেতাদের ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আগামীতে যেসব লোকের মৃত্যু হবে তারা মারা যাবে আপনাদের কারণেই। ‘ শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জনগণের উদ্দেশে ভাষণ দেন জেলেনস্কি।