সরকারের উচিৎ কুকুরগুলোকে পুরস্কৃত করা : খালেদা জিয়া
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আর আওয়ামী লীগের যারা দাবি করে বিএনপি নির্বাচনের ট্রেন ফেল করেছে। আমি বলি এটা মিথ্যা। কারণ জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে। ভোট প্রত্যাখ্যান করেছে বলেই তারা ভোটকেন্দ্রে যায়নি। ভোট কেন্দ্রে কেউ ছিল না কুকুর ছাড়া। এ সরকারের উচিৎ সেই কুকুরগুলোতে বের করে পুরস্কৃত করা । এটা ছিল নীরব প্রত্যাখ্যান।
রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অবৈধ সরকার দেশে যে অত্যাচার চালাচ্ছে তা থেকে আইনজীবীরাও যে রেহাই পাচ্ছেনা তা প্রমাণিত হয়েছে। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আইনের শাসন রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এ সরকার একটি অবৈধ সরকার। কারণ এরা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই সরকারের সঙ্গে জাতীয় সংসদও অবৈধ। আজ পর্যন্ত আমরা কোথাও শুনিনি ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। পৃথিবীর কোথায়ও এটা হয়নি। যেসব আসনে নির্বাচন হয়েছে সেগুলোতে ভোটই পড়েনি। তাই এদের নির্বাচিত বলা যায়না।’