বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ইউক্রেনে বাংলাদেশি নাবিকের মৃত্যু, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক

ইউক্রেনে বাংলাদেশি নাবিকের মৃত্যু, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক 

111835hadisur_cap

ইউক্রেনে রকেট হামলায় বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঢাকায় দেশ দুটির কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে শোক প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল শুক্রবার ফেসবুক পেজে লিখেছে, ‘ঢাকায় মার্কিন দূতাবাস ইউক্রেনের এমভি বাংলার সমৃদ্ধিতে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। যুদ্ধের এমন কাণ্ডজ্ঞানহীন ট্র্যাজেডিতে আমরা বাংলাদেশি জনগণের সঙ্গে শোকাহত ও মর্মাহত।

বিজ্ঞাপন

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক টুইট বার্তায় লিখেছেন, ‘ইউক্রেনের ওডেসায় এমভি বাংলার সমৃদ্ধিতে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কাণ্ডজ্ঞানহীন একটি যুদ্ধের ট্র্যাজেডির শিকার হলেন একজন বাংলাদেশি। ’

‘এমভি বাংলার সমৃদ্ধি’ সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের এরদেমির বন্দর ছেড়ে ইউক্রেনের অলিভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। ২৩ ফেব্রুয়ারি জাহাজটি মাইকোলেইভ নৌবন্দরে পৌঁছে। পরদিন সকালেই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ফলে বন্দরটি বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়ে ওই জাহাজ।

গত বুধবার রাতে জাহাজটিতে রকেট হামলা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone