আমাদের নিষেধাজ্ঞা হবে দ্রুত এবং সংবেদনশীল জায়গায় : রাশিয়া
রাশিয়া পশ্চিমকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা বিশদ পরিসরে নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে। এটি হবে ‘দ্রুত এবং পাশ্চাত্যের সবচেয়ে সংবেদনশীল জায়গায়’ আঘাত।
আরআইএ বার্তা সংস্থা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা দপ্তরের পরিচালক দিমিত্রি বিরিচেভস্কিকে উদ্ধৃত করে বলেছে, ‘রাশিয়ার প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত এবং যারা এর উদ্দেশ্য তাদের জন্য সংবেদনশীল। ’
এদিকে রাশিয়ার গ্যাস বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন বলেছেন, ইউরোপীয় জোটটি শীতের শেষ পর্যন্ত রাশিয়া থেকে আমদানি ছাড়াই চলার মতো যথেষ্ট তরল প্রাকৃতিক গ্যাস কিনেছে।
বিজ্ঞাপন
ফন ডার লিয়েন জার্মানির এআরডি টেলিভিশনকে এ কথা বলেন। তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর লক্ষ্য পশ্চিমা অর্থনীতির সম্ভাব্য সর্বনিম্ন ক্ষতির বিনিময়ে মস্কোর ওপর সর্বাধিক প্রভাব ফেলা।
রাশিয়া পশ্চিমাদের তেল কেনা বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে বলেছে, তারা পশ্চিমে গ্যাস সরবরাহও বন্ধ করে দেবে।