দুই দিনের মধ্যে কিয়েভ দখলের পরিকল্পনা ছিল পুতিনের
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা করেছিলেন।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বক্তব্য দেওয়ার সময় উইলিয়াম বার্নস পুতিনের পরিকল্পনা সম্পর্কে ওই কথা বলেন। আইন প্রণেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি পুতিন এই মুহূর্তে ক্ষুব্ধ এবং হতাশ। তিনি সম্ভবত হামলা আরো বাড়িয়ে দেবেন।
বেসামরিক লোকজনের হতাহতের বিষয়টি বিবেচনা না করে তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে পিষে ফেলার চেষ্টা করবেন। ’
সিআইএ প্রধান বলেন, পুতিন ‘অনেক বছর ধরেই ক্ষোভ আর উচ্চাকাঙ্ক্ষার এক দাহ্য সংমিশ্রণে নিজেকে ডুবিয়ে রেখেছেন। ’ ২৪ ফেব্রুয়ারির ইউক্রেন আক্রমণকে তিনি ক্রেমলিন নেতার জন্য ‘গভীর ব্যক্তিগত প্রত্যয়ের’ বিষয় বলে বর্ণনা করেন।