বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » পাঞ্জাবে নিরঙ্কুশ জয়ের পথে আম আদমি পার্টি, বাকি ৪ রাজ্যে বিজেপি

পাঞ্জাবে নিরঙ্কুশ জয়ের পথে আম আদমি পার্টি, বাকি ৪ রাজ্যে বিজেপি 

133201arbindJPG800x483

পাঞ্জাবে গত মেয়াদে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবার রাজ্যটিতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে আম আদমি পার্টি। সেখানে ১১৭টি আসনের মধ্যে ৯০টিতে এগিয়ে আছেন দলটির প্রার্থীরা।

এ ছাড়া কংগ্রেস ১৮, অকালি ছয়, বিজেপি দুই এবং অন্যান্য একটি আসনে এগিয়ে আছে।

বিজ্ঞাপন

২০১৭ সালে পাঞ্জাবে কংগ্রেস জিতেছিল ৭৭ আসনে। অকালি দল ও বিজেপি মিলে পেয়েছিল ১৮ আসন; আম আদমি পার্টি ২০টি আসন পেয়েছিল এবং অন্যরা দুটি আসন পেয়েছিল।

কিন্তু এবার রাজ্যটিতে পুরো পরিস্থিতি বদলে গেছে। দিল্লির বাইরে ভিন রাজ্যে এই প্রথম বিজেপি এবং কংগ্রেসকে জোর টক্কর দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতায় বসতে যাচ্ছে।

বুথফেরত জরিপেও বলা হয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টি এগিয়ে থাকার ব্যাপারে। পাঞ্জাবে কেজরিওয়ালের লড়াইয়ের শুরু অবশ্য ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে।

দিল্লি ছাড়িয়ে সর্বভারতীয় রাজনীতিতে আম আদমি পার্টিকে মেলে ধরতে তিনি প্রথম যে রাজ্যে লড়াই শুরু করেন, সেটা এই পঞ্চনদের তীর। এরপর ২০১৭ সালের বিধানসভা ভোটে ১১৭টি আসনের মধ্যে ২০টি পেয়েছিলেন। আর এবার সেখানকার ক্ষমতাই দখলে নিতে যাচ্ছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে বিবেচনা করা এই বিধানসভা ভোটে উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিজেপি এগিয়ে আছে।

উত্তর প্রদেশে বিজেপি ২৬৭ আসনে এগিয়ে আছে। সেখানে সমাজবাদী পার্টি এগিয়ে আছে ১২৩ আসনে। গোয়ায় বিজেপি ১৯ আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে ১১ আসনে।

উত্তরাখণ্ডে বিজেপি ৪২ আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে ২৪ আসনে। মণিপুরে বিজেপি ২৭ আসনে, কংগ্রেস ৯ আসনে এবং এনপিপি ৯ আসনে এগিয়ে আছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone