রাশিয়া-ইউক্রেন আলোচনায় মধ্যস্থতাকারী হতে চায় বুলগেরিয়া
বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে চায় তাঁর দেশ। প্রেসিডেন্ট রুমেনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, এ ধরনের আলোচনার স্থান হওয়ার দাবি বুলগেরিয়া বৈধভাবে করতে পারে। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে করা উচিত।
রুমেন রাদেভ বলেছেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
বিজ্ঞাপন
ঐক্যবদ্ধ ইউরোপীয় সমাধান বের করা আমাদের উচিত। সেটা ঐক্যবদ্ধ ইউরোপীয় পদ্ধতিতে।
রাশিয়ার বিমানের জন্য শুরুতেই আকাশসীমা বন্ধ করে দেওয়া দেশগুলোর মধ্যে বুলগেরিয়া অন্যতম।
এদিকে ১৭তম দিনে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, মস্কোর বাহিনী ইউক্রেনের জীবাণু অস্ত্রের প্রমাণ মুছে ফেলার চেষ্টার প্রমাণ পেয়েছে। রাশিয়ার এমন অভিযোগের বিষয়ে আলোচনা করতে দেশটির অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে শুক্রবার বাংলাদেশ সময় রাতে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়ার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইস্যু সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। অবশ্য ন্যাটো সামরিক জোটের সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলেও জানান বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। ইউক্রেনের নাগরিকদের প্রাণ বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।
মস্কোতে গতকাল শুক্রবার গুরুত্বপূর্ণ মিত্র বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘সেখানে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যেমনটা আমাদের পক্ষের আলোচকরা আমাকে অবহিত করেছেন। ‘