ইউক্রেনের সঙ্গে সংলাপে অগ্রগতি হয়েছে : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি হয়েছে।
মস্কোতে আজ শুক্রবার গুরুত্বপূর্ণ মিত্র বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘সেখানে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যেমনটা আমাদের পক্ষের আলোচকরা আমাকে অবহিত করেছেন। ‘
ইউক্রেন-বেলারুশ সীমান্তে দুই পক্ষের আলোচনাকারী দলের মধ্যে তিন দফা আলোচনা হয়েছে। এরপর বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে আলোচনার জন্য মিলিত হন।
বিজ্ঞাপন
সর্বশেষ এ আলোচনায় বিশেষ কোনো অগ্রগতি হয়নি বলেই জানা গিয়েছিল। সেখানে উভয় পক্ষ মূলত পরস্পরকে দোষারোপ করে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্টের এ মন্তব্য এলো।
পুতিন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন। তিনি মত দেন, নিষেধাজ্ঞা বরং তার দেশের ওপর ইতিবাচক প্রভাবও ফেলতে পারে। পুতিন বলেন, ‘এটি আমাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সার্বভৌমত্বকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। ’