আজ খালেদা জিয়ার সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি।
সোমবার বিকেল তিনটায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওআইসি মহাসচিব চার দিনের সফরে রোববার ঢাকায় এসেছেন। মাদানির সঙ্গে ওআইসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক ছাড়াও তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এদিকে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌসসহ প্রায় শতাধিক নোতকর্মী বিএনপিতে যোগ দিচ্ছে।
সোমবার রাত আটটায় খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।