শেষ আটে ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি বার্সেলোনা
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গালাতাসারাইকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়ে শেষ আটে এসেছে কাতালনরা।
সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত শেষ আটের এই ড্র’তে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনকে। এই দুই দলের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে খেলবে বার্সেলোনা ও ফ্রাঙ্কফুর্টেরর মধ্যকার জয়ী দল।
আরেক জার্মান ক্লাব লেইপজিগ খেলবে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব ব্রাগা। দুই ম্যাচের দুই বিজয়ী দল লড়বে সেমিফাইনালে।
শেষ আটের প্রথম লেগ ৮ এপ্রিল এবং ফিরতি লেগ ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ এপ্রিল এবং ফিরতি লেগ ৬ই মে। ইউরোপা লিগের গ্রান্ড ফাইনাল ১৯ মে।