কিভাবে সভাপতি হলেন আহসান হাবীব নাসিম!
কোন পদ্ধতি অবলম্বন করে অভিনয় শিল্পী সংঘের সভাপতি হলেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবীব নাসিম? কখন এই সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন তিনি? সভাপতি পদে বিজয়ী না হলে প্রতিপক্ষের বিরুদ্ধে কী অভিযোগ তুলতেন তিনি? অভিনয় শিল্পী সংঘের বাইরে অন্য কোন সংগঠনের সভাপতি হিসেবে নিজেকে শতভাগ যোগ্য মনে করেন এই অভিনেতা? কোন সংগঠনে থেকে তার ব্যক্তিগত উন্নয়ন হয়েছে বেশি?
সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘সংগঠন’ পর্বে।
এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান শাহজাদা শাহেদ।
আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘পরিবেশ-পরিস্থিতি’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আগামীকাল (২৯ মার্চ, মঙ্গলবার) রাত ১১.২৫ মিনিটে।