‘সবার সঙ্গেই ঝামেলা করতেন ওজিল’
অনেক আশা নিয়ে ২০১৩ সালে দলবদলের রেকর্ড ভেঙে রিয়াল মাদ্রিদ থেকে ওজিলকে দলে নিয়েছিল আর্সেনাল। আরো নির্দিষ্ট করে বললে, তখনকার কোচ আর্সেন ওয়েঙ্গারই এনেছিলেন ওজিলকে। প্রথম দিকে বেশ ভালোই করেছিলেন এই জার্মান তারকা। কিন্তু আর্সেনালের সর্বশেষ খেলা চ্যাম্পিয়নস লিগ থেকে তার ফর্ম পড়তির দিকে চলে যায়।
বিশাল বেতন পেয়েও ম্যাচের পর দলে অবদান রাখতে না পারায় অবশেষে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর্সেনাল।
শুধু বাজে পারফরম্যান্স নয়, মাঠ ও মাঠের বাইরে নিয়মিত বিতর্কের জন্ম দিয়ে গেছেন ওজিল। বর্তমানে তুরস্কে গিয়েও ভালো নেই ওজিল। সেখানেও তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জার্মান মিডফিল্ডারের এই করুণ অবস্থা নিয়ে তার সাবেক সতীর্থ নাচো মনরিয়েল বলেছেন, ‘ওজিলের সমস্যা হলো, সবার সঙ্গেই সে ঝামেল করত। আর্সেন ওয়েঙ্গারের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তাই শেষ কয়েক ম্যাচে ওকে খেলাননি তিনি। এরপর উনাই এমেরি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, নেতাদের একজন বানাতে চেয়েছিলেন। ‘
কিন্তু কোনো চেষ্টাতেই আর ওজিলকে সঠিক পথে ফেরানো যায়নি বলে দাবি করেছেন নাচো মনরিয়েল, ‘এমেরি ওজিলকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাকে অনেক ম্যাচে খেলিয়েছেন। কিন্তু কোচ একসময় বুঝতে পারলেন, দলে আরো অনেক খেলোয়াড় আছে, যাদের অবস্থা ওজিলের চেয়ে ভালো। ওজিল দলের সেরা খেলোয়াড়দের একজন, সবচেয়ে বেশি বেতনভোগী। কোচ বুঝতে পেরেছিলেন যে ওজিল প্রত্যাশিত মানের খেলা দেখাতে পারছে না। মানুষ হিসেবে ওর সবার সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু চোটের কারণে ও অনেক ম্যাচ খেলতে পারেনি। ‘