ইস্তাম্বুলে বৈঠকে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ
তুরস্কের ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের আলোচনার সময় রাশিয়ার ধনকুবের ও চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচকে দেখা গেছে।
তুরস্কের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিনের পাশে বসে আছেন রোমান আব্রামোভিচ। ওই সময় তিনি ভাষান্তরকারী হেডফোন দিয়ে ছিলেন।
তবে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকের মূল টেবিলে তাঁকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
সেখানে ধনকুবের রোমান আব্রামোভিচের উপস্থিতি ইঙ্গিত দেয় যে তিনি এখনো মধ্যস্থতার প্রচেষ্টার সঙ্গে জড়িত আছেন।
ইস্তাম্বুলে রোমান আব্রামোভিচকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে
অথচ গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় যে রোমান আব্রামোভিচ বিষ প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন। এ মাসের গোড়ার দিকে কিয়েভে এক আলোচনায় অংশ নেওয়ার সময় তিনি এর শিকার হয়ে থাকতে পারেন বলেও জানানো হয়।
এমনকি সেইসব প্রতিবেদনে বলা হয়, রোমান আব্রামোভিচ ‘সম্ভাব্য বিষ প্রয়োগে’র পর অনেকটাই সেরে উঠেছেন। তবে এখনো তিনি ত্বক উঠে যাওয়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে অনবরত পানি পড়া ইত্যাদি সমস্যায় ভুগছেন বলে এই রুশ ধনকুবেরের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়। কিন্তু আজ রুশ-ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকে তাঁকে দেখা গেল।