উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চায় জার্মানি
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জার্মানি তথা ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কে মৌলিক মনোভাব কতটা বদলে দিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ তা স্পষ্ট করে দিলেন।
রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশের সাম্প্রতিক আচরণের কারণে প্রতিরক্ষা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে জার্মানি। সামরিক খাতে আর্থিক বরাদ্দ নাটকীয় মাত্রায় বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক সরঞ্জাম কিনছে জার্মান সরকার।
এর আওতায় ইসরায়েলের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার আদলে গোটা দেশকে সুরক্ষার বলয়ে মুড়ে ফেলার উদ্যোগও রয়েছে।
বিজ্ঞাপন
ওলাফ শোলৎজ বলেছেন, রাশিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে তাঁর দেশ উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে। তিনি আরো বলেছেন, এটি অবশ্যই এমন এক বিষয়, যা নিয়ে আমরা আলোচনা করছি এবং সঙ্গত কারণেই এটি করা হচ্ছে।
তবে ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হবে, সে ব্যাপারে জার্মান চ্যান্সেলর কিছুই বলেননি। তিনি বলেছেন, আমাদের সচেতন হওয়া দরকার। কারণ, আমাদের এমন এক প্রতিবেশী রয়েছে, যারা তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য অত্যাচার করতেও প্রস্তুত।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর জার্মানি প্রতিরক্ষা নীতি পরিবর্তন করেছে। এছাড়া সেনাবাহিনীর জন্য আরো কয়েক বিলিয়ন ডলার ঘোষণা করেছে। জিডিপির দুই শতাংশ ন্যাটোর সামরিক ব্যয়ের লক্ষ্য পূরণের জন্যও প্রতিশ্রুতি দিয়েছে।