রোনালদোহীন ম্যানইউকে কাঁপিয়ে দিল লেস্টার
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটির সঙ্গে ১-১, গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কেলেচি ইহেনাচোর গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ফ্রেদ।
ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত খেলেছে লেস্টার। ম্যানইউর সঙ্গে সমান তালে লড়ে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
বিজ্ঞাপন
এ ম্যাচে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের দুই বড় নাম ক্রিস্তিয়ানো রোনালদো ও এদিসন কাভানি। তাই আক্রমণ ভাগেও দেখা গেলো ফিনিশিংয়ের অভাব।
৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন ফিকে হয়ে যাওয়ার পথে রেড ডেভিলদের। ২৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেস্টার সিটি।
গোটা ম্যাচে ৫৪ ভাগ বলের দখল ছিল ম্যানইউর। ১১টি শট নিয়ে যার লক্ষ্যে রাখে ৫টি। ৪৬ ভাগ বলের দখল ছিল লেস্টারের পায়ে। ১১টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা।
প্রথম লেগে ৪-২ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড এ ম্যাচেও প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে। প্রথমার্ধ গোল শূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে এগিয়ে যায় লেস্টার। দারুণ গোল করেন কেলেচি ইহেনাচো।
তিন মিনিট বাদেই সমতা টানে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান ফ্রেদের গোল স্বস্তি এনে দেয় স্বাগতিকদের। তবে বাকি সময়ে আর কেউই পারেনি ব্যবধান বাড়াতে। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।