স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
অনলাইন ডেস্ক : আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? তবে বলিরেখা পড়তে আর বেশি দেরি নেই। স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটের অতিরিক্ত ব্যবহারে গলা ও চিবুকে বয়সের আগেই বলিরেখা ধরা পড়বে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাধারণত এই ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্য দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকতে হয় বলেই এমন হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন তাঁরা।
লন্ডনের ননসার্জিক্যাল ফেসিলিফ্ট সিস্টেম প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থা সিএসিআই ইন্টারন্যাশনালের মতে, প্রযুক্তির প্রতি আসক্ত মানুষদের মধ্যেই এই নতুন ধরনের বলি রেখা দেখা যায়। এই বলিরেখার নাম রাখা হয়েছে ‘টেকনেক’।
সিএসিআই, গলা ও ঘাড়ের এলাকাজুড়ে যে বলিরেখা লক্ষ করা যায় তার সন্ধান দিতে গিয়ে মাইক্রোলিফট নামক এক চিকিৎসার প্রস্তাব দিয়েছে। সিএসিআই ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ডিন নাথান্সন জানিয়েছেন, বিগত কয়েক বছরে প্রযুক্তির উন্নতির সঙ্গে টেকনেকের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। যাঁরা এই ধরনের বলিরেখার শিকার হয়েছেন তাঁরা মাইক্রোলিফট নামের এই বিশেষ চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে পারেন।