রাজধানীর হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড়
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালের পাশাপাশি অন্যান্য হাসপাতালেও ডায়রিয়া রোগীর ভিড় বাড়ছে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগীর চিকিৎসাসেবা দিতে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে।
হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় এবারই প্রথম অস্থায়ী শেড নির্মাণ করতে হয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত এ হাসপাতালে ৮০০ ডায়রিয়া রোগী চিকিৎসাধীন ছিল।
বিজ্ঞাপন
এদিকে গতকালও আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘণ্টায় প্রায় ৫৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। গত শুক্রবার রাত ১২টার পর থেকে গতকাল বিকেল ৪টা পর্যন্ত এ হাসপাতালে ৮৬১ জন রোগী ভর্তি হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল এক হাজার ২৭৪ জন।
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুল্যান্সে করে ডায়রিয়ায় আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে। সকাল ১১টার দিকে প্রায় একই সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন ডায়রিয়ায় আক্রান্ত রোগী কেরানীগঞ্জের শুভাঢ্যা গ্রামের কামাল ও মাজেদ আলী, কামরাঙ্গীর চর এলাকার কমল সরকার ও মিজানুর রহমান, কামালবাগ এলাকার আবু নাঈম ও মিলন। এসব রোগীর স্বজনরা জানায়, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরপরই রোগী অস্বাভাবিক দুর্বল হয়ে পড়ছে।
দুপুর সাড়ে ১২টায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ থেকে চিকিৎসার জন্য আসেন নাজির হোসেন (৬০)। হুইলচেয়ার না পাওয়ায় তাঁকে মাটিতে শুইয়ে রাখা হয়। পরে পরিচিতজনরা তাঁকে ধরাধরি করে হাসপাতালের ভেতর নিয়ে যায়।
মাসুদ নামের একজন বলেন, ‘নাজির হোসেন তাঁর সঙ্গে যাত্রাবাড়ীতে হকারি করেন। গত রাত থেকে তাঁর ডায়রিয়া শুরু হয়। ঢাকায় তাঁর পরিবারের কেউ নেই। তাই খবর পেয়ে নাজিরকে হাসপাতালে নিয়ে এসেছি। ’
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় আহসান হাবিব সজল জানান, ঢাকা মহানগর এবং এর আশপাশের এলাকা থেকে ঘণ্টায় ৬০ থেকে ৭০ জন রোগী আসছে।