ফোর্বস ধনীর তালিকার শীর্ষ দশে ভারতীয় ধনকুবের
ফোর্বস এর ২০২২ এর ধনীর তালিকায় ভারতের রিলায়েন্স শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বে ১০ নম্বরে। তারপরেই আছেন অবকাঠামো টাইকুন গৌতম আদানি ও তার পরিবার। প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার সিইও ইলন মাস্ক এ বছর শীর্ষস্থান থেকে ইকমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে দিয়েছেন।
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের ৩৬তম এ বার্ষিক তালিকায় রয়েছেন ২,৬৬৮ জন শত কোটিপতি যা এক বছর আগের তুলনায় ৮৭ জন কম।
বিজ্ঞাপন
‘ফোর্বস’ সাময়িকীর ভাষ্য, ‘যুদ্ধ, মহামারী এবং মন্থর বাজার’ অতি-ধনীদের সম্পদে আঘাত করেছে। তবে এর মধ্যে ১,০০০ শত কোটিপতির সম্পদ এক বছর আগের তুলনায় বেড়েছে।
শত কোটিপতির তালিকায় ২৩৬ জন নবাগত রয়েছেন। ৭৩৫ জন শত কোটিপতি নিয়ে অতি ধনীর সংখ্যায় যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। মার্কিন ওই ধনীদের মোট সম্পদ ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। রাশিয়া ও চীনে শত কোটিপতির সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। ফোর্বস পত্রিকার তথ্য অনুযায়ী, ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষাপটে রাশিয়ায় গত বছরের তুলনায় ৩৪ জন এবং চীনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি দমন অভিযানের পরে ৮৭ জন কম শত কোটিপতি পাওয়া গেছে। ধনীর তালিকা তৈরিতে গত ১১ মার্চের শেয়ারবাজারের মূল্য এবং বিনিময় হার ব্যবহার করেছে ফোর্বস সাময়িকী।
বৃদ্ধিতে এগিয়ে আদানি
ব্লুমবার্গ মিডিয়ার সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের শত কোটিপতি ক্লাবের নতুন সদস্য ভারতের গৌতম আদানি। ভারতীয় এ ধনকুবেরের অর্থনৈতিক সাম্রাজ্যে রয়েছে বন্দর, খনি এবং পরিবেশ অনুকূল বিদ্যুৎ। এ বছর গৌতম আদানির সম্পদ ২৪০০ কোটি ডলারের বেশি বেড়েছে। সম্পদ বৃদ্ধির হারে বিশ্বে সবচেয়ে এগিয়ে তিনিই।