১০ বছর পর চলচ্চিত্রের গানে লুৎফর হাসান
ঘুড়িখ্যাত গায়ক লুৎফর হাসান দশ বছর পর সিনেমায় গান গাইলেন। ‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙ্গা কাপে চা’- এ রকম কথায় গান লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ কিসলু।
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে অলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ চলচ্চিত্রে এই গান ব্যবহৃত হবে।
এত বছর পর ফের প্লেব্যাকে গান গেয়ে উচ্ছ্বসিত লুৎফর হাসান। এক দশক আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রে গেয়েছিলেন আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতে, কবির বকুলের কথায়।
এত দিন কেন অনুপস্থিত? কালের কণ্ঠের এমন প্রশ্নে তাঁর সরল উত্তর ‘কেউ ডাকেনি, তাই’।
Posted in: বিনোদন