বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জিতেছেন ম্যাখোঁ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জিতেছেন ম্যাখোঁ 

111522macJPG800x483

ইমানুয়েল ম্যাখোঁ রবিবার অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জিতেছেন। তবে দ্বিতীয় দফায় তাকে উগ্র ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মারি লো পেনের মুখোমুখি হতে হবে। এ নিয়ে দ্বিতীয়বার ম্যাখোঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন লো পেন।

‘কোনো ভুল করবেন না।

বিজ্ঞাপন

কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি’, উল্লসিত সমর্থকদের বলেছেন ম্যাখোঁ।

ম্যাখোঁ স্বস্তির সঙ্গেই প্রথম দফায় জয়লাভ করেছেন। তবে জনমত জরিপ বলছে, দুজনের দ্বিতীয় দফার পাল্লা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।

ম্যাখোঁর ভোটার নন এমন প্রত্যেক ভোটারকে লো পেন তার সঙ্গে যোগ দিয়ে ‘ফ্রান্সে শৃঙ্খলা ফিরিয়ে আনার’ আহ্বান জানান।

৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ইমানুয়েল ম্যাখোঁ ২৭.৩৫ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া লো পেন ২৩.৯৭ এবং জ্যঁ লুক মেলেঁশঁ ২১.৭ শতাংশ ভোট পেয়েছেন।

kalerkantho

‘কিংমেকার’ বাম দিকে

ঝানু কট্টর-বাম প্রার্থী জ্যঁ লুক মেলেঁশঁ পাঁচ বছর আগের চেয়ে বেশি ভোট পেয়েছেন। অপ্রত্যাশিতভাবেই তিনি এখন কিংমেকারের ভূমিকায়। অর্থাৎ, তার সমর্থনের ওপর ঠিক হতে পারে ফ্রান্সের পরবর্তী সরকার।

মেলেঁশঁ তার সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘মারি লো পেনকে একটি ভোটও দেবেন না। কিন্তু অন্যান্য প্রার্থীর মতো তিনি ম্যাখোঁকে সমর্থন করেননি।

মোট ভোটের এক-পঞ্চমাংশেরও বেশি পাওয়া মেলেঁশঁর ভোটাররা এই নির্বাচনের চূড়ান্ত দফার ফলাফল নির্ধারণে সহায়তা করতে পারে। তবে তাদের মধ্যে অনেকেই হয়তো দ্বিতীয় দফায় কেন্দ্রে না গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone