নির্বাচন কমিশনও সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে: রিজভী
কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপজেলা নির্বাচনে অনিয়মের বিষয়ে প্রশাসনের নির্বিকার ভূমিকার সমালোচনা করে বলেছেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই (ইসি) বড় বাধা। তিনি বলেন, সরকার উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের ঘরে তুলতে মরিয়া। এ জন্য বিরোধী দলের প্রার্থী-সমর্থকদের মামলা-হামলায় হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন নির্বিকার। নির্বাচন কমিশনও সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
কেন্দ্রীয় নেতাদের জামিন বাতিলের তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সারা দেশকে বন্দিশালা বানিয়েছে। তাই বিরোধী দলের নেতা কর্মীরা আদালত থেকে জামিন পেলেও বাড়ি যাবার অধিকার পাচ্ছে না। তাদের পুনরায় গ্রেফতার করা হচ্ছে।
তিনি সুরঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুটের প্রসঙ্গ তুলে বলেন, প্রকাশ্যে লুটপাট শেষে এবার সুরঙ্গ কেটে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে।
তিনি বলেন, অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অবৈধ সরকারের পতন ঘটানো সম্ভব হবে।