রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর ‘প্রথমবার প্রকাশ্যে নাবিকরা’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করে দাবি করেছে, ইউক্রেন অভিযানে রুশ নৌবাহিনীর শক্তিমত্তার প্রতীক ডুবে যাওয়া যুদ্ধজাহাজ মস্কোভার নাবিক তারা। যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার পর প্রথমবার নাবিকদের ছবি প্রকাশ্যে এসেছে বলে দাবি উঠল।
ক্রিমিয়ান বন্দরনগরী সেভাস্তোপলে কুচকাওয়াজে নাবিকদের একটি বড় দলকে অংশ নিতে দেখা যায়। নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডাম নিকোলাই ইয়েভমেনভের সঙ্গে তাদের দেখা যায়।
বিজ্ঞাপন
এর আগে গত ১৪ এপ্রিল কৃষ্ণসাগরে ডুবে যায় রুশ পতাকাবাহী যুদ্ধজাহাজ মস্কোভা। এর পর থেকেই পাল্টাপাল্টি বক্তব্য এসেছে রাশিয়া আর ইউক্রেনের পক্ষ থেকে।
রাশিয়ার দাবি, জাহাজটিতে আগুন লাগার পর তীরের দিকে টেনে নেয়ার চেষ্টা করা হয়। তবে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় যুদ্ধজাহাজটি। ইউক্রেনের দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা জাহাজটি ডুবিয়ে দিয়েছে।
যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপলে নিয়ে যাওয়া হয়েছে নাবিকদের। যুদ্ধজাহাজটিতে থাকা ৫১০ জন ক্রু ও মেরিন সেনারা নিরাপদে আছেন।
এবার মস্কোর তরফ থেকে নাবিকদের বেঁচে থাকার প্রমাণ দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করা হলো। ভিডিওটিতে দেখা যায়, অ্যাডম ইয়েভমেনভ এবং অন্য দুই কর্মকর্তা প্রায় ১০০ নাবিকের সামনে একটি প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন। তবে এই ছবিটি এখনকার তোলা কি না, তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।