সাদা পোশাকের সফরে ২৪ বছর পর অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ!
বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের এমনিতেই খেলা খুব কম হয়। সাদা পোশাকে তো আরও কম। নিকট ভবিষ্যতে সেই আক্ষেপ হয়তো ঘুচতে যাচ্ছে। ২৪ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই টেস্টেই হেরেছে ইনিংস ব্যবধানে। এরপর কেটে গেছে ১৯ বছর। ক্রিকেটের অভিজাত দলটির মাটিতে আরেকটি টেস্ট সিরিজ খেলতে টাইগারদের আরও ৫ বছর অপেক্ষা করতে হবে। ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হচ্ছে। আইসিসির সর্বশেষ সভায় এ ব্যাপারে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর আগের বছর, অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। অস্ট্রেলিয়ায় ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন। ‘
জালাল ইউনুস জানালেন, এফটিপিতে বাংলাদেশ ৪০ টেস্ট, ৭০টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ পেতে যাচ্ছে। তার ভাষায়, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর আইসিসির ইভেন্ট তো আছেই। এছাড়া ত্রিদেশীয় সিরিজও খেলতে পারি। ‘