সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত
আদালত প্রতিবেদক : শেয়ার কেলেঙ্কারি মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এক ঘণ্টার মধ্যে তা স্থগিত হয়ে গেছে।
১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলার নির্ধারিত তারিখ ছিল সোমবার। তবে আসামি আদালতে উপস্থিত না থাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ আদেশের পর পরই আসামি পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদেশ স্থগিতের আবেদন জানান। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এ প্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছেন।