আইপিএল দেখতে সীমান্ত পার হতে গিয়ে বাংলাদেশি তরুণ আটক!
বিশ্বের সবচেয়ে বড় আর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক এই লিগে নজর রাখে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মাঝে আইপিএল নিয়ে ব্যাপক আগ্রহ আছে।
বিজ্ঞাপন
তবে সেই আগ্রহ বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় বিপদে পড়েছেন নারায়ণগঞ্জের এক তরুণ। তিনি আইপিএল দেখার জন্য অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়েছেন বিএসএফের হাতে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে কলকাতার শীর্ষ দৈনিক ‘আনন্দবাজার’ জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই তরুণের লক্ষ্য ছিল সীমানা পার হয়ে ভারতে প্রবেশ করে মুম্বাই যাওয়া। সেখানেই চলছে আইপিএলের যুদ্ধ। এই উদ্দেশ্যে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা দিয়ে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ জানিয়েছে, গত শুক্রবার রাতের এই ঘটনায় আটক যুবক আইপিএল দেখত মুম্বাই যাচ্ছিলেন!
এদিকে ‘টাইমস অব ইন্ডিয়া’ বিএসএফের এক কর্মকর্তার বক্তব্য প্রকাশ করেছে। ডিআইডি পদমর্যাদার সেই কর্মকর্তা বলেছেন, ‘জেরা করার সময় ওই তরুণ বলেছেন, তিনি মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখা জন্য। এক দালালকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা দিয়ে তিনি সীমান্ত পার হয়েছেন! জিজ্ঞাসাবাদের পর তাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ‘
উল্লেখ্য, এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।