বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ‘ভারত চাইলে পাকিস্তানে এসে খেলে যাক’

‘ভারত চাইলে পাকিস্তানে এসে খেলে যাক’ 

193710bababb

২০১২ সাল থেকে রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। গত ১০ বছরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটে। এর মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাজি ছিল অন্য দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, কিন্তু ভারতীয় বোর্ড জানায় যে সরকারের অনুমতি প্রয়োজন।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান এহসান মানির মতে, ভারতকে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই পিসিবির। ভারত প্রয়োজন মনে করলে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে।

রামিজ রাজার আগে মানিই ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সবসময় একটা বিষয়ে পরিষ্কার ছিলাম। যদি ভারত মনে করে খেলবে, তাহলে পাকিস্তানে এসে খেলতে হবে। আমি কখনও না বলিনি, কিন্তু নিজেদের সম্মান রাখা উচিত। আমরা কেন ভারতের পিছনে দৌড়াব? এটা কখনও উচিত নয়। ওরা যদি খেলতে রাজি থাকে, তাহলে আমরাও খেলতে রাজি। ‘

কিছুদিন আগে বর্তমান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ভারত-পাকিস্তানসহ আরও দুটি দল নিয়ে চার দেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি। এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। এরপর রমিজ বলেছিলেন, ‘আমি যখনই ভারত এবং পাকিস্তান নিয়ে কথা বলেছি, তখন আমি পিসিবির প্রধান হিসেবে কথা বলিনি। দুই দেশ খেললে যে মাপের ক্রিকেট খেলা হয়, সেটা মাথায় রেখে বলেছি। একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি, রাজনীতি সরিয়ে রাখা উচিত। ‘

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone