বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাজাপক্ষে ও সহযোগীদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

রাজাপক্ষে ও সহযোগীদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা 

181225kalerkantho_jpg

শ্রীলঙ্কার সদ্যঃসাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে (৭৬) ও তার সহযোগীদের দেশত্যাগে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির এক আদালত। সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার অভিযোগে রাজাপক্ষের ১৫ সহযোগী ও তার ছেলে রাজনীতিক নেতা নামালের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত সোমবার শান্তিপূর্ণ প্রতিবাদে সহিংসতার ঘটনায় ৯ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন কলম্বোর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত।

আদালতের এক কর্মকর্তা বলেন, রাজাপক্ষে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে একটি পিটিশন দায়ের করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছেন।

সোমবারের সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকজন বলেন, রাজাপক্ষে ও তার সহযোগীরা নিজেদের প্রায় তিন হাজার সমর্থককে বাসযোগে কলম্বোতে জড়ো করেন। পরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতে উসকানি দেন।

রাজাপক্ষের বাসভবনের বাইরে তার অনুগত সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone